জনগণের প্রতি সিপিবি-বাসদ, বাম মোর্চার আহ্বান
৩০ নভেম্বর দেশব্যাপী ৬টা-২টা হরতাল সফল করুন
বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারে সরকারকে বাধ্য করুন
Posted: 24 নভেম্বর, 2017
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস (৬টা-২টা) হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সমস্ত যুক্তি উপেক্ষা করে সরকার গায়ের জোরে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমরা এই গণবিরোধী সিদ্ধান্ত মানি না। আন্দোলনের মধ্য দিয়েই সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের যোগ্য জবাব দিতে হবে। বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণশুনানীতে আমরা হিসাব কষে দেখিয়েছিলাম যে, প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখন ১ টাকা ৫৬ পয়সা কমানো সম্ভব। সরকার সব যুক্তি, তথ্য অগ্রাহ্য করে লুটপাটের স্বার্থে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। লুটপাটের জন্য বলী হবে জনগণ। মূল্যবৃদ্ধির আঘাত সাধারণ নিম্নবিত্ত, গরিব, স্বল্প আয়ের শ্রমজীবী মেহনতি মানুষের জীবনকে বিপর্যস্ত করে দেবে। এমনিতেই চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশাহারা। ধারাবাহিকভাবে মূল্যবৃদ্ধির আঘাত কিছুতেই মেনে নেয়া যায় না।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের গণবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। তা না হলে জনগণের ওপর সরকারের আঘাত আরও বাড়তেই থাকবে। ৩০ নভেম্বরের হরতাল সফল করার মধ্য দিয়ে জনগণের প্রতিরোধ আন্দোলনকে অগ্রসর করে নিতে হবে।