বেতিয়ারায় শহীদ দিবসে হামলার প্রতিবাদে সিপিবি নেতৃবৃন্দ সরকারি দলের ফ্যাসিস্ট আক্রমণ বরদাশত করা হবে না

Posted: 11 নভেম্বর, 2017

বেতিয়ারা শহীদদের স্মরণে কুমিল্লার চৌদ্দগ্রামে বেতিয়ারায় আয়োজিত স্মরণসভায় ন্যাক্কারজনক আক্রমণ চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মীরা। তারা সিপিবি, ছাত্র ইউনিয়ন, ন্যাপ নেতৃবৃন্দের বক্তব্য প্রদানকালে অশ্লীলভাবে বাঁধা প্রদান করে। তারা সরকার বিরোধী বক্তব্য দিলে হত্যার হুমকি প্রদান করে। ঐক্যন্যাপের সভাপতি জননেতা পঙ্কজ ভট্টাচার্য বক্তব্য প্রদানকালে তারা তাঁর বক্তব্যের মাঝে বাঁধা প্রদান করে এবং একসময পংকজ ভট্টাচার্যের বক্তব্য থামিয়ে দিয়ে মঞ্চ দখল করে নেয়। মঞ্চ দখল করে সিপিবি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন সংগঠন ও নেতৃবৃন্দের বিরুদ্ধে মারমুখী বক্তব্য প্রদান করে এবং ভবিষ্যতে বেতিয়ারা স্মৃতি স্তম্ভে তাদেরকে প্রবেশ করতে দেয়া হবে না বলে হুমকি প্রদান করে। উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, এ ধরণের ফ্যাসিস্ট হামলা কোনভাবেই বরদাশত করা হবে না। মুক্তিযুদ্ধের নামে ৭১‘র বীর শহীদদের স্মরণসভায় আক্রমণকারীদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। তাঁরা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই এসকল সন্ত্রাসীদের নিরুৎসাহিত ও নিরস্ত্র করুন নতুবা এর পরিণতি আপনাদের বহন করতে হবে। যা আপনাদের জন্য সুখকর হবে না। নেতৃবৃন্দ সারা দেশে সরকারী দলের হামলা, নিপীড়ন ও অপকর্ম প্রতিরোধে বাম-কমিউনিস্ট-দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।