কমরেড জসিম উদ্দীন মণ্ডল-এর শোকসভায় তাঁর দেখানো পথে সমাজ পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নেয়ার শপথ

Posted: 15 অক্টোবর, 2017

সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের বীর সেনানী, একাত্তরের মুক্তিযুদ্ধের সংগঠক, মেহনতি মানুষের মুক্তি-সংগ্রামের মহানায়ক কমরেড জসিম উদ্দীন মণ্ডল-এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর ২০১৭, রবিবার, বিকেল চারটায় ঢাকার বিএমএ মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভার শুরুতে দেশের বিভিন্ন বাম ও প্রগতিশীল রাজনৈতিক দল, শ্রেণি-পেশা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিবর্গ কমরেড জসিম উদ্দীন মণ্ডল-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শোক সংগীত ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করে। শোকসভায় পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি সমূহের পাঠানো শোকবার্তা পাঠ করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, ন্যাপের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ। শোকসভায় সূচনা বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম। এছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড মনজুরুল আহসান খান, বর্ষীয়ান শ্রমিকনেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরী, কমরেড জসিম উদ্দীন মণ্ডলের জ্যেষ্ঠ কন্যা সালেহা মনা, ডা. লেলিন চৌধুরী, রেল শ্রমিক ইউনিয়নের অতিরিক্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ঋদ্ধ অনিন্দ্য, লাবণী ম-ল প্রমুখ জসিম উদ্দীন মন্ডল-এর স্মৃতিচারণ করেন। শোকসভা পরিচালনা করেন পার্টির সহকারি সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন এবং সম্পাদক কমরেড জলি তালুকদার। বিদেশী ভ্রাতৃপ্রতীম পার্টিসমূহের পাঠানো শোকবার্তা পাঠ করেন সিপিবি’র সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কমরেড ক্বাফী রতন। শোকসভায় জসিম উদ্দীন মণ্ডলের জীবনী পাঠ করেন শ্রমিকনেতা আব্দুল মালেক। শোকসভায় সভাপতির বক্তব্যে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কমরেড জসিম উদ্দীন মণ্ডল একজন ত্রিকালদর্শী বিপ্লবী। তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের একজন বীর সেনানী, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই ভূখণ্ডের সকল গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী নেতা, সর্বপরি এদেশের শ্রমিক মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের কিংবদন্তী মহানায়ক। এমন বিপ্লবী’র কখনো মৃত্যু হয় না। কমরেড জসিম উদ্দীন মণ্ডল তার কর্ম এবং আদর্শের মাঝে বেঁচে থাকবেন। তিনি বলেন, কমরেড জসিম উদ্দীন মণ্ডল শোষণমুক্ত সমাজ নির্মাণের স্বপ্ন আজীবন লালন করেছেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াইয়ে অবিচল থাকার মধ্য দিয়ে আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারবো। তিনি আরো বলেন, কমরেড জসিম উদ্দীন মণ্ডলের দেখানো পথে এদেশের শ্রমিক মেহনতি মানুষের লড়াই সংগ্রাম অগ্রসর করে বিপ্লবের মাধ্যমে নতুন সমাজ আমরা গড়বোই। কমরেড জসিম মণ্ডলের প্রতি এটাই আমাদের অঙ্গিকার। কিংবদন্তী বিপ্লবী কমরেড জসিম উদ্দীন মণ্ডলের মৃত্যুতে ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ব্রিটেনের কমিউনিস্ট পার্টি, ইরানের তুদেহ পার্টিসহ পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রাতৃপ্রতীম পার্টিসমূহ শোকবার্তা প্রেরণ করেছে।