৩০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম
বাংলাদেশের পরিবর্তন ঘটাতে কমরেড ফরহাদের প্রদর্শিত পথেই হাটতে হবে
Posted: 09 অক্টোবর, 2017
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র আর গণতন্ত্রহীনতার শৃঙ্খলে এখন দেশ আটকে গেছে। নীতিহীন, রুগ্ন ও দুর্বৃত্তায়িত রাজনীতি এখন আমাদের গ্রাস করছে। জনগণ এখন কমরেড ফরহাদের মতো বলিষ্ঠ- আদর্শবাদী নেতৃত্বের গুরুত্ব তীব্রভাবে উপলব্ধি করছে। বাংলাদেশের মানুষের সার্বিক মুক্তির জন্য বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন সাধন করতে হবে। কমরেড ফরহাদ সমাজ বিপ্লবের যে পথে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন সে পথেই আমাদের হাটতে হবে। কমরেড মোহাম্মদ ফরহাদের প্রদর্শিত পথেই বাংলাদেশের মানুষের মুক্তি ঘটবে।
স্বাধিকার সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, সামরিক স্বৈরশাসন-বিরোধী আন্দোলনসহ মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনায়ক, সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, কমরেড মোহাম্মদ ফরহাদের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৯ অক্টোবর বিকেলে পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য দিতে গিয়ে কমরেড সেলিম এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি’র উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান, বাংলাদেশের সমাজতানিত্রক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. সাজেদুল হক রুবেল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শ্রমিক নেতা এস এম শুভ। সভা পরিচালনা করেন সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন।
আলোচনা সভায় কমরেড সেলিম আরও বলেন, প্রধান বিচারপতির ছুটি ও বিদেশ গমনের প্রস্তুতি নিয়ে দেশের মানুষের মধ্যে সরকারের প্রতি যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে তা বর্তমান ভোটার বিহীন নির্বাচনের সরকারের প্রতি মানুষের অনাস্থারই বহিঃপ্রকাশ। তিনি বলেন সরকার বিচার বিভাগের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে প্রয়াস চালাচ্ছে তা দেশের ধুকে ধুকে চলা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো ক্ষতিগ্রস্থ করবে। তিনি সরকারকে এ ধরনের চেষ্টা থেকে বিরত থাকতে আহ্বান জানান।
কমরেড মনজুরুল আহসান খান কমরেড ফরহাদের সাথে দীর্ঘ কর্মজীবনের স্মৃতি উল্লেখ করে বলেন তাঁর মতো আদর্শবান, নীতিনিষ্ঠ, উজ্জ্বল রাজনীতিকের এখন বড়ই প্রয়োজন। তাঁর বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে তাঁর স্বপ্ন ও আদর্শের লড়াইকে বেগবান করতে হবে। সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমেই তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করতে হবে।
বাসদ সাধারণ সম্পাক কমরেড খালেকুজ্জামান এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে কমরেড ফরহাদের অবদান আকুন্ঠ চিত্তে স্বীকার করে বলেন এখনকার জটিল পরিস্থিতিতে কমরেড ফরহাদের উপস্থিতি ও নেতৃত্বের বড় প্রয়োজন ছিল।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, কমরেড ফরহাদ ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তিনি সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং মানুষকে সেই স্বপ্ন দেখিয়েছিলেন। দেশ বাঁচাতে নীতিহীন রাজনীতির বিপরীতে আদর্শবাদী রাজনীতির উত্থান ঘটাতে হবে। সংকট কাটাতে আওয়ামী লীগ-বিএনপি কেন্দ্রিক দ্বি-দলীয় রাজনীতির বাইরে বিকল্প শক্তির উত্থান ঘটাতে হবে।
স্মরণসভার শুরুতে কমরেড মোহাম্মদ ফরহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
আজ ৯ অক্টোবর সকাল ৮টায় বনানী কবরস্থানে তাঁর সমাধিতে সিপিবি, বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, সহকারি সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ, কেন্দ্রিয় কমিটির সদস্য ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজেদুল হক রুবেল, যুব ইউনিয়নের সভাপতি হ্সান হাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ প্রমুখ।