মুক্তিযুদ্ধের শব্দসৈনিক আব্দুল জব্বারের মৃত্যুতে সিপিবির শোক
Posted: 30 আগস্ট, 2017
মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, বরেণ্য কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, মহান মুক্তিযুদ্ধে আব্দুল জব্বারের অবদান জাতি চিরদিন মনে রাখবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক ও শিল্পী হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখেছেন। তাঁর অপূর্ব কণ্ঠ লাখ লাখ মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে। তাঁর মৃত্যুতে জাতি শুধু একজন বরেণ্য শিল্পীকেই নয়, একজন মহান দেশপ্রেমিককেও হারাল। দেশবাসীর হৃদয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দসহ স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।