ত্রাণ বিতরণ করতে সিপিবি-বাসদ, বাম মোর্চার
কেন্দ্রীয় প্রতিনিধি দল সিরাজগঞ্জ গেছেন
Posted: 20 আগস্ট, 2017
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ ২০ আগস্ট ঢাকা থেকে সিরাজগঞ্জ গেছেন।
প্রতিনিধি দলের সদস্যরা এবং স্থানীয় বামপন্থি নেতৃবৃন্দ আগামীকাল ২১ আগস্ট সিরাজগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফি রতন, বাসদ-এর কেন্দ্রীয় নেতা জাহেদুল হক মিলু, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা আকম জহিরুল ইসলাম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আনসার আলী দুলাল।