আজাহারের মৃত্যুদন্ডের রায়ে সিপিবি’র সন্তোষ
জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে
Posted: 30 ডিসেম্বর, 2014
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতের সহকারি সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামের মৃত্যুদন্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত নেতা আজাহারের মৃত্যুদন্ডের যে রায় ঘোষিত হয়েছে, তা ন্যায়বিচারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই মৃত্যুদন্ডের রায়ে দেশবাসী সন্তুষ্ট। এ রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এই রায়ে দেশবাসী সন্তুষ্ট হলেও, এ রায় আদৌ কার্যকর হবে কিনা, নানা কারণে তা নিয়ে সংশয় রয়েছে। অতীতের ঘটনাবলী এ সংশয় সৃষ্টি করেছে। এই রায় যাতে রাষ্ট্রপতি লাঘব বা মওকুপ করতে না পারেন, তার জন্য দ্রুতই সংবিধান সংশোধনের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন জামাত-শিবিরের বিচার এবং নিষিদ্ধের দাবি জানান।
বার্তা প্রেরক
কেন্দ্রীয় দপ্তর বিভাগ