কমরেড ফজলুল হকের মৃত্যুতে সিপিবি’র শোক
Posted: 20 জুন, 2017
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে সিপিবি’র মীরসরাই উপজেলা কমিটির সদস্য ও সাহেরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, কমরেড ফজলুল হক কমিউনিস্ট পার্টি গড়ে তোলার দায়িত্ব পালনের পাশাপাশি নানা সামাজিক কাজে যুক্ত ছিলেন। সাহেরখালী হাই স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি মূখ্য ভূমিকা পালন করেন। জনগণের ব্যাপক সমর্থনে তিনি সায়েরখালী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৯ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর মনোনয়ন নিয়ে জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।