পল্টনে বোমা হামলায় আহত কমরেড লক্ষ্মণ মণ্ডল আর নেই
Posted: 20 জুন, 2017
২০০১ সালে পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহাসমাবেশে বোমা হামলায় আহত কমরেড লক্ষ্মণ মণ্ডল আর নেই। গতকাল ১৯ জুন রাত ৯.৩০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। উল্লেখ্য, পল্টনে বোমা হামলায় সিপিবি’র ৫ জন কমরেড শহিদ এবং শতাধিক কমরেড আহত হন।
আজ ২০ জুন সিপিবি’র পক্ষ থেকে কমরেড লক্ষণ মণ্ডলের মরদেহ কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পার্টির নেতা-কর্মীরা ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ গেয়ে প্রয়াত কমরেডকে শেষ শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সুতপা বেদজ্ঞ, নিতাই পাল, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গায়েন প্রমুখ।
সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে কমরেড লক্ষণ মণ্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড লক্ষণ মণ্ডল ছিলেন একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্ট। প্রায় ৪০ বছর ধরে কৃষক আন্দোলনসহ কমিউনিস্ট আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। ট্রেনিং নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পল্টনে বোমা হামলায় মারাত্মক আহত হলেও, তিনি অসুস্থ শরীর নিয়ে কৃষক সমিতি ও কমিউনিস্ট পার্টির কাজে সক্রিয় থেকেছেন। তিনি ছিলেন কৃষক সমিতির বটিয়াঘাটা উপজেলা কমিটির সহ-সভাপতি ও সিপিবির সদস্য। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।