মানবাধিকার কর্মী অ্যাড. সুলতানা কামালের
বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বন্ধ কর
Posted: 03 জুন, 2017
এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম বিশিষ্ট মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা অ্যাড. সুলতানা কামালের টেলিভিশন চ্যানেলে ‘টক শো’তে প্রদত্ত বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে তাঁর বিরুদ্ধে হেফাজতে ইসলামের মিথ্যা অভিযোগ উত্থাপনে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, হেফাজতের কাছে সরকারের নতি স্বীকারের ফলে তাদের দাবি-দাওয়া ক্রমাগত উগ্র হয়ে উঠছে। তারা দেশের বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিদের বিরুদ্ধে মনগড়া, বানোয়াট, মিথ্যা অভিযোগ তুলে তাদের সম্মানহানির অপচেষ্টায় লিপ্ত।
নেতৃবৃন্দ অবিলম্বে সুলতানা কামালের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ এবং কুৎসাকারীদের কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।