ঢাকার মেয়রদের প্রতি সিপিবি’র আহ্বান
তিন লক্ষ হকার আর দুই কোটি ক্রেতার ঈদ নষ্ট করবেন না
Posted: 28 মে, 2017
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ এক বিবৃতিতে উপরোক্ত আহ্বান জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ঢাকার উভয় সিটি কর্পোরেশনের মেয়রদ্বয় মেহনতী হকারদের জীবন জীবিকা এবং শহরের নিম্নবিত্ত শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষদের ক্রয় ক্ষমতার মধ্যে কেনা-কাটার বিষয়টি বিবেচনায় না নিয়ে একতরফাভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে পুনর্বসান ছাড়াই হকারদের উচ্ছেদ করে দিয়েছে। হকাররা পরিবার পরিজনসহ মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।
নেতৃবৃন্দ ঢাকা শহরের নিম্ন আয়ের শ্রমজীবী, মেহনতি মানুষের ঈদের আনন্দ নষ্ট না করার জন্য মেয়ারদের প্রতি অনুরোধ জানান। এবং ঈদ উৎসবকে সামনে রেখে রমজান মাসে সিটি কর্পোরেশন বেঁধে দেওয়া নিয়মের আওতায় হকারদের সারাদিন ব্যবসা করার অনুমতি প্রদানের জন্য উভয় সিটি কর্পোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানান।