মহান স্বাধীনতা দিবসে সিপিবি’র শ্রদ্ধা নিবেদন
Posted: 26 মার্চ, 2017
মহান স্বাধীনতা দিবসে আজ ২৬ মার্চ সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ পার্টির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলু, আব্দুল্লাহ কাফি রতন, কাজী রুহুল আমীন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন ভূখণ্ড, পতাকা, সংবিধান পেলেও, আমরা এখনও কাঙ্ক্ষিত মুক্তি পাইনি। মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে এখন দেশ চলছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত পথ অনুসরণ করা হয়েছে এবং হচ্ছে। মুক্তিযুদ্ধের মূল ভিত্তিকে উপেক্ষা করে রাষ্ট্রের সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। ’৭২-এর সংবিধানকে বিকৃত করা হয়েছে। জামাত-শিবির, হেফাজত ইসলামীকে মদত দেয়া হচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা-ধারায় দেশকে পরিচালিত করতে হবে। ’৭২-এর সংবিধানের মূলভিত্তি তথা জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপ্ন-আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাম-গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তিকে জোরদার করতে হবে।