গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি নারী শাখার বিক্ষোভ গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে লুটপাট চলবে না

Posted: 24 মার্চ, 2017

গ্যাসের দাম ২২.৭% বাড়িয়ে দেওয়ার সরকারের যে গণবিরোধী সিদ্ধান্ত তার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখার উদ্যোগে আজ ২৪ মার্চ বিকাল ৪টায় পুরানা পল্টনের মুক্তি ভবন থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাকসুদা আক্তার লাইলীর সভাপতিত্বে ও অনিন্দা সাহা তুলতুলের সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জনগনের পকেট কেটে লুটপাটের যে ঘৃণ্য প্রক্রিয়া তার ধারাবাহিকতায় আবাসিক খাতে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়ায় দেশের সাধারণ মানুষ বিশেষ করে নারীরা দ্বিগুণ শোষিত হচ্ছে। সুতরাং এই সিদ্ধান্ত বাতিল করতে হবে বলে দাবী জানান নারী শাখার সাধারণ সম্পাদক কমরেড তাহমিনা ইয়াসমিন নিলা। দেশের ৬০শতাংশ মানুষ গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কর্মজীবি বিশেষ করে গার্মেন্ট নারী শ্রমিকের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। এর ফলে বিদ্যুতের মূল্য, বাস ভাড়া, বাড়ি ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে চলেছে। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে বলে জানান নারী শাখার নেতা কমরেড লূনা নুর। প্রতিনিয়ত নারীর সামাজিক জীবনে যে চ্যালেঞ্জ তা গ্যাসের দাম বাড়ানোর ফলে দ্বিগুণ হয়ে দাড়িয়েছে। এই লুটপাটের সরকার ক্ষমতায় থাকলে জনগনের স্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়ন হতে থাকবে। তাই সাধারণ মানুষকে দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সাজেদুল হক রুবেল। নেতৃবৃন্দ জানান, অবিলম্বে দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিল করা না হলে ভবিষ্যতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।