সিপিবি’র ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বুর্জোয়া দলগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা দ্বিদলীয় কাঠামোর বাইরে প্রকৃত জনগণের শক্তির উত্থান ঘটাতে হবে

Posted: 06 মার্চ, 2017

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের মানুষ বুর্জোয়া রাজনীতির প্রতারণা ও অপশাসনে আজ অতিষ্ঠ। তারা এ যাঁতাকল থেকে মুক্ত হতে চায়। অসহনীয় পরিস্থিতিকে পরিবর্তন করার চ্যালেঞ্জ নিতে হবে বামপন্থিদের। কমিউনিস্ট পার্টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৪টায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনের সামনে সমাবেশ ও লালপতাকার মিছিল কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। কমরেড সেলিম বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহনতি মানুষের পার্টি। শোষিত-নিপীড়িত মানুষের পার্টি, ইনসাফের পার্টি। এ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে লাল পতাকাকে উর্ধ্বে তুলে ধরে আমরা লড়াই করেছি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ এই দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলন সংগ্রামে এই পার্টি রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। শ্রমিক-কৃষক-ক্ষেতমজুরসহ সমাজের শ্রমজীবী মানুষের আন্দোলনে আমরা থেকেছি সামনের কাতারে। তিনি বলেন, বুর্জোয়া দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার ধারাকে ভুলুণ্ঠিত করেছে। কিন্তু কমিউনিস্টরা তার অবমাননা মেনে নেবে না। অন্যরা সে ঝাণ্ডা পরিত্যাগ করতে পারে কিন্তু কিমউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের চেতনার ধারার ঝাণ্ডাকে নিয়ে এগিয়ে যাবে। সে সংগ্রামে নেতৃত্ব দেবে। গণমানুষ ও কমিউনিস্ট পার্টিই এখন মুক্তিযুদ্ধের চেতনার ধারার আসল চ্যাম্পিয়ন। শাসকদল আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে, ছলে বলে কৌশলে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে আছে। রাজনৈতিক শূণ্যতা ও রাষ্ট্রের উদাসীনতার সুযোগ নিয়ে উগ্র জঙ্গিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অবস্থায় নিজস্ব শক্তি সামর্থ্য নিয়ে তো বটেই, পাশাপাশি সমস্ত প্রগতিশীল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক শক্তিকে পাশে নিয়ে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জোরদার লড়াই গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। পার্টির ঢাকা কমিটির সভাপতি কমরেড মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জাহিদ হোসেন খান, লুনা নূর। সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল পল্টন, মতিঝিল ও গুলিস্তানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।