সাংবাদিক কমরেড মানিক সাহার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করার দাবি সিপিবি’র

Posted: 30 নভেম্বর, 2016

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে সিপিবি’র সাবেক নেতা খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কমরেড মানিক সাহা হত্যা মামলার রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় চিহ্নিত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করার দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, কমরেড মানিক সাহা হত্যার বিচারের জন্য দেশবাসীকে ১২ বছর অপেক্ষা করতে হয়েছে। সন্তোষের বিষয় হচ্ছে, ১২ বছর পরে হলেও নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের শাস্তি দেওয়া হয়েছে। দেশবাসী আশা করেছিল, মানিক সাহার হত্যাকারীদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মানিক সাহার হত্যাকাণ্ডের মতো নৃশংস, চাঞ্চল্যকর, আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা প্রয়োজন। তাই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করতে হবে।