সংবাদপত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরে সিপিবির উদ্বেগ

Posted: 25 নভেম্বর, 2024

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর, প্রথম আলো, ডেইলি স্টার সম্পর্কে বিষোদগার, ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার ওপর যে কোনো হস্তক্ষেপ গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে।

বিবৃতিতে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার, নেপথ্যের হোতাদের চিহ্নিত ও বিচার দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারের নিষ্ক্রিয় অবস্থানের কারণে ও সরকারের মধ্যে বা সমর্থক হিসেবে পরিচিত অনেকের আচরণে এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস পাচ্ছে। এসব ঘটনার অবসান, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না করতে পারার দায় সরকার এড়াতে পারে না।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী, মব সৃষ্টিকারীরা চিহ্নিত। তাই সরকার আন্তরিক হলে এদের বিরুদ্ধে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ মোটেই অসম্ভব নয়। বিবৃতিতে এসব বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে ও দৃশ্যমান ভূমিকা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনায় ঢাকা শহরসহ বিভিন্ন এলাকায় জনজীবন অচল হয়ে পড়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না।

বিবৃতিতে এসব ঘটনার প্রতিবাদে ও যে কোনো সংকট, ষড়যন্ত্র মোকাবেলায় সচেতন দেশবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান হয়।