মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ ২০২৫ সকালে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতাকর্মীরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, নিমাই গাঙ্গুলী, আবিদ হোসেন, জাহিদ হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক সাদেকুর রহমান শামীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়নি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার এমনকি ভোটদানের নিশ্চয়তা না থাকার কারণে ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪-এ গণঅভ্যুত্থান সংগঠত হয়েছে। এই গণঅভ্যুত্থানের অন্যতম আকাক্সক্ষা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার মধ্য দিয়েই আমরা এবারের স্বাধীনতা দিবস পালন করছি।’
তিনি বলেন, এবারের গণঅভ্যুত্থানের পর কোনো কোনো অপশক্তি মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্যকে বিকৃত করার চেষ্টা করছে। এমনকি দ্বিতীয় স্বাধীনতার নামে ১৯৭১-এর বিপরীতে ১৯৪৭ কে প্রতিস্থাপনের অপচেষ্টা করছে। এদেরকে পরাস্ত করেই মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে হবে।
তিনি মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই গণহত্যাকারীদের বিচারের কাজ চলমান রাখতে হবে। তিনি ২০২৪-এর হত্যাকারীদের বিচার ও গণতন্ত্রের যাত্রাকে এগিয়ে নিতে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা করলেই অল্প সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেগুলো সম্পন্ন করেই ২০২৫ সাল শেষ হওয়ার আগেই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব।
তিনি বলেন, আমরা এক ফ্যাসিবাদকে উচ্ছেদ করেছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদ করতে পারিনি। তাইতো নানা সময় ‘মব’ এর নামে, নানা সন্ত্রাসী তৎপরতা চলছে। জনজীবনে এখনো স্বস্তি ফিরে আসেনি। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় উদ্দীপ্ত হয়ে দেশবাসীকে সব অপশক্তি দমন করে শহীদের স্বপ্ন পূরণের পথে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশের জনগণ মেনে নেবে না।
তিনি দল নিরপেক্ষ অবস্থান বজায় রেখে, সর্বক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।