বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ এক বিবৃতিতে প্যালেস্টাইন ও লেবাননের উপর মার্কিন সাম্রাজ্যবাদের মদদে জায়নবাদি ইসরায়েলের লাগাতার প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে, এর বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ। যা স্মরণাতীতকালের সীমা ছাড়িয়েছে। জায়নবাদী ইসরাইলী সশস্ত্র বাহিনী এখন নিরীহ প্যালেস্টাইনীদের হত্যা করেই ক্ষান্ত থাকছে না। উপরন্তু, তারা সকল আন্তর্জাতিক আইন লংঘন করে প্রতিবেশী লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। এতে এ পর্যন্ত অন্তত ৭০০ জনেরও বেশি নাগরিক নিহত হয়েছেন বলে খোদ ইসরাইলী বাহিনীই দাবি করেছে লেবাননের অপরাধ তারা ইসরাইলী বাহিনীর পরিচালিত গণহত্যার প্রতিবাদ করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েল কর্তৃক লেবাননে সংঘটিত এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং এর বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী মানুষকে ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইসরায়েল ও তার মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারকে কঠোর প্রতিবাদ জানানোরও আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, উদ্ভুত পরিস্থিতিতে আগামী ২৮-৩১ অক্টোবর ২০২৪ বৈরুতে অনুষ্ঠিতব্য বিশ্বের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টি সমূহের সভা স্থগিত করে সেখানে লেবাননের কমিউনিস্ট পার্টি ত্রাণ তৎপরতায় নেমে পড়েছে। ওই সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র প্রতিনিধির যোগদান নিশ্চিত করা হয়েছিল।