বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা, জলাবদ্ধতার কারণে জনজীবনের সৃষ্ট সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ঐ সব এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে অতিদ্রুত মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এসব কাজে সরকারের সকল প্রয়োজনীয় বিভাগ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সংকট মোকাবেলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এসব দুর্যোগ প্রাকৃতিক কারণের সাথে মানবসৃষ্ট তথাকথিত উন্নয়নের নামে নদ-নদী, জলাভূমি ভরাট, দখল, ভারতের সাথে অভিন্ন নদী-পানি বণ্টনের সমস্যার সমাধান না হওয়া অন্যতম কারণ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বন্যার্ত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে পার্টির সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী ও সচেতন দেশপ্রেমী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সহায়তা তহবিলে অর্থ প্রদানের আহ্বান
যে কোন প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায়/কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সরাসরি কেন্দ্রীয় যোগাযোগ: ০২-২২৩৩৮৮৬১২, ০১৭১১-৪৩৮১৮১, আক্রান্ত এলাকার ব্যক্তিদের সহায়তার জন্য পার্টির কেন্দ্রীয় সহায়তা তহবিলে, সহায়তা দিতে পার্টির সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অ্যাকাউন্ট নাম: সিপিবি সহায়তা তহবিল
অ্যাকাউন্ট নম্বর: ০১০০০৩ ৫০৮৮৫০৯
জনতা ব্যাংক, পুরানা পল্টন শাখা, ঢাকা।