“সরকারের দম্ভই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে”

Posted: 16 জুলাই, 2024

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৬ জুলাই ২০২৪ প্রদত্ত এক বিবৃতিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ঢাকা, রংপুর, চট্টগ্রামে নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকারের দম্ভই বর্তমান সংকটকে জটিল থেকে জটিলতর করে তুলছে। শিক্ষার্থী, পথচারী নিহত হওয়ার ঘটনাও ঘটছে। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বেপরোয়া আক্রমণ পরিচালনা করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে পুলিশী হামলা আবার কোথাও কোথাও পুলিশের নির্বাক দর্শক হয়ে থাকার ভূমিকারও তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোটা ব্যবস্থার সংস্কার সময়ের দাবি এবং নিয়মিতভাবেই এই সংস্কারের ধারা অব্যাহত রাখতে হবে। এর জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। সরকার এ বিষয়ে সংস্কারের ঘোষণা দিয়ে কমিশন গঠন করে যুক্তিসঙ্গত ভাবে আলাপ আলোচনার মধ্য দিয়েই সংস্কারের কাজটি শুরু করবে, এটাই সকলের প্রত্যাশা। সরকার এটি না করে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়ে আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে যা কখনোই সফল হবে না।

বিবৃতিতে বগুড়া, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।

বিবৃতিতে সবার গণতান্ত্রিক অধিকার, সভা-সমাবেশের অধিকার শান্তিপূর্ণভাবে করার নিশ্চয়তা দাবিও জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরণের ঘটনার সুযোগে মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি, বিরাজনীতিকরণের অপশক্তি, সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানান।

বিবৃতিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সর্বত্র জনগণের প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।