ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আশা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন আজ, ৫ জুন ২০২৪ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে জাতি একজন অসম্ভব মেধাবী শিক্ষাবিদ ও অসাম্প্রদায়িক প্রগতিবাদী মানুষকে হারালো। দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে তার সক্রিয় ও গুরুত্বপূর্ণ অবদান ছিল।