শান্তি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কামাল হায়দারের মৃত্যুতে সিপিবি’র শোক

Posted: 05 জুন, 2024

বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, বাংলাদেশ শান্তি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা বীর মুক্তিযোদ্ধা কামাল হায়দার গতকাল ৪ জুন ২০২৪, মঙ্গলবার, সন্ধ্যায় ঢাকায় প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তান সারাজীবন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বশান্তি আন্দোলনেও তার অবদান বিশেষ তাৎপর্যপূণ।