“অপরিকল্পিত স্থাপনা ও মুনাফা শিকারীদের কারণে দেশটা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে”

Posted: 01 মার্চ, 2024

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে রাজধানী ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ নিহতদের জন্য শোক ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তথাকথিত উন্নয়নের নামে অপরিকল্পিত স্থাপনা, নিয়ম না মেনে এসব স্থাপনায় নানা ধরনের বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলা ও মুনাফা শিকারীদের কারণে দেশটা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে।

বস্তিবাসী থেকে শুরু করে সুরম্য অট্টালিকায় কোথাও কারোর কোনো নিরাপত্তা নাই। কেউ নিয়ম নীতির ধার ধারে না। আর এটা দেখার জন্য যেন কেউ নেই।

এ ধরনের ঘটনার পর কাগজে-কলমে তদন্ত কমিটি গঠিত হয়, তারাও একটা রিপোর্ট দেয়। কিছু কথাবার্তা হয়, আবার শেষমেষ একই অবস্থা থেকে যায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থাপনাকে নিরাপদ করতে ও দেশের মানুষের জীবনের নিরাপত্তা বিধান করতে পরিকল্পিতভাবেই পুরো উন্নয়ন ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানান।