গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদের ১৯ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ও ২৫ জানুয়ারি অবস্থান কর্মসূচি

Posted: 14 জানুয়ারী, 2015

রাজনীতির ডামাডোলের আড়ালে সরকার বিদ্যুত গ্যাসের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটার আয়োজন করছে। সরকারের এই গণ বিরোধী সিদ্ধান্ত জনগণ প্রতিরোধ করবে। আজ ১৪ জানুয়ারি ২০১৫ সকাল ১১টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের যৌথ সভায় এই অভিমত ব্যক্ত করা হয়। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জমান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, সাজ্জাদ জহির চন্দন, বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু। সভার এক প্রস্তাবে জোট মহাজোটের ক্ষমতা কেন্দ্রীক সংঘাত সংঘর্ষের রাজনীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দুই জোটের হিংসাত্মক রাজনীতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তাদের রাজনীতি লুটপাট কেন্দ্রীক, সাম্রাজ্যবাদ নির্ভর, গদি রক্ষা বা গদি দখলের প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ। এর সাথে জনস্বার্থ, জনজীবনের সংকট নিরসন, দেশের সম্পদ রক্ষা করা কোন কিছুর ধারে কাছে নেই। দুই জোটের ক্ষমতার লড়াইয়ের আড়ালে সরকার নতুন করে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে। সারা বিশ্বে যেখানে জ্বালানী তেলের দাম অর্ধেকে নেমে এসেছে তখন কোন যুক্তিতেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা যায় না। সরকারের লুটপাট, দুর্নীতি ও ভুল নীতির কারনে এবং বিশ্ব ব্যাংকের ঋণের শর্ত পূরণের জন্য সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত দেশের জন সাধারণ কোন অবস্থাতেই মেনে নেবে না। সরকারকে গণ প্রতিরোধের মোকাবেলা করতে হবে। সভায় বিদ্যুত-গ্যাসের মূল্য বৃদ্ধি না করে বিদ্যুতের দাম কমানোর জন্য বি.ই.আর.সিকে গণ শুনানীর আয়োজন করার আহ্বান জানানো হয়। সভায় বিদ্যুত-গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারার প্রতিবাদে আগামী ১৯ জানুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও ২৫ জানুয়ারি বি.ই.আর.সি কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ, সিপিবি