বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় খেলাঘর আসর-এর উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফেনী জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড জিয়াউদ্দিন আহমদ-এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড জিয়াউদ্দিন আহমদ আজীবন এদেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের লড়াই করে গেছেন। তিনি দেশের ভবিষ্যত প্রজন্ম শিশু-কিশোরদের সংগঠন খেলাঘর-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও সর্বশেষ উপদেষ্টার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।
বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ জিয়াউদ্দিন আহমদ-এর কর্মময় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জিয়াউদ্দিন আহমদ আজ বিকালে বার্ধক্যজনিত কারণে ৮২ বছর বয়সে ফেনীর নিজ বাসভবনে মৃত্যৃবরণ করেন।