শীতার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা জমা দেয়ার আহ্বান সিপিবি’র

Posted: 15 জানুয়ারী, 2024

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহসহ ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতার কারণে বিশেষ করে গরিব শ্রমজীবী মানুষের কর্মজীবন অচল হয়ে পড়েছে। এমতাবস্থায় গরিব অসহায় শীতার্ত মানুষের সহযোগিতার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে নগদ অর্থ, শীতবস্ত্রসহ ত্রাণ সামগ্রী জমা দেয়ার আহ্বান জানিয়েছে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৫ জানুয়ারি ২০২৪, এক বিবৃতিতে শীতের তীব্রতায় অসহায় শ্রমজীবী মানুষকে সহায়তার জন্য পার্টির কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দায়িত্বশীল মানুষকে এগিয়ে আসতে এবং সিপিবি’র সহায়তা তহবিলে সহায়তা প্রদানের অনুরোধ জানিয়েছেন।

সিপিবির ত্রাণ ও সহায়তা বিভাগে ত্রাণ সামগ্রী পাঠানোর ঠিকানা : ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন- ০২-২২৩৩৮৮৬১২, ২২৩৩৫২৪৮৩, মোবাইল- ০১৭১১৪৩৮১৮১।
 
অ্যাকাউন্ট নাম: ‘সিপিবি সহায়তা তহবিল’, নং- ০০০০০০২১১০৮৬২, জনতা ব্যাংক, পুরানা পল্টন শাখা। বিকাশ নম্বর- ০১৭১২ ৫২২৭৪৪, ০১৭১১ ৪৩৮১৮১ (পার্সোনাল)।