বীর মুক্তিযোদ্ধা কমরেড কৃষ্ণা রহমানের মৃত্যুতে সিপিবি’র শোক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Posted: 26 ডিসেম্বর, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে আজীবন বিপ্লবী, সিপিবির নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কৃষ্ণা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।   
 
আজ ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২.৩০টা থেকে ১.৩০টা পর্যন্ত কমরেডরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কমিউনিস্ট পার্টি ছাড়াও বিভিন্ন গণসংগঠন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পার্টির সভাপতি মোহাম্মদ কমরেড শাহ আলম, সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খান, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি কমরেড শামসুজ্জামান হীরা, তার কন্যা অনন্যা রহমান কমরেড কৃষ্ণা রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরবর্তীতে কমিউনিস্ট আন্তর্জাতিক সঙ্গীত ও বিপ্লবী স্লোগানে তাকে পার্টি অফিস থেকে শেষ বিদায় জানানো হয়।
 
পরবর্তীতে কমরেড কৃষ্ণা রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদানের পর গোপীবাগ পঞ্চায়েত গোরস্থানে সাড়ে ৪টায় জানাজা শেষে তার প্রয়াত স্বামী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কমরেড কৃষ্ণা রহমান ছাত্র জীবন থেকেই প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি খুলনা জেলা ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন এবং ছাত্রাবস্থাতেই অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন ও কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের সংগ্রামে তার লড়াকু অবস্থান এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি গোপীবাগ-মানিকনগর এলাকার মানুষের অধিকার আদায়ে গত ৪০ বছর যাবত লড়াই করে গেছেন। কখনই মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হননি। 

কমরেড কৃষ্ণা রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর কমিটির নেতা ছিলেন এবং মতিঝিল শাখার সভ্য ছিলেন।