সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরীর মৃত্যুতে শোক

Posted: 21 ডিসেম্বর, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২১ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার এক বিবৃতিতে সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড সন্তোষ রায় চৌধুরী জীবনের শেষদিন পর্যন্ত কমিউনিস্ট পার্টির লড়াই-সংগ্রামে সক্রিয় ছিলেন। পাবনা অঞ্চলে কৃষক ও ক্ষেতমজুর সংগঠন গড়ে তোলা ছাড়াও পার্টির সার্বক্ষণিক কাজে নিয়মিত সোচ্চার ছিলেন সন্তোষ রায় চৌধুরী। সিপিবির পাবনা জেলা কমিটির সভাপতি, ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বসহ স্থানীয়ভাবে সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতা কমরেড সন্তোষ রায় চৌধুরী এলাকার গরিব-মেহনতি মানুষকে সংগঠিত করে অধিকার আদায়ের লড়াই করেছেন। দেশের এই সংকটময় সময়ে কমরেড সন্তোষ রায়ের মৃত্যুতে পার্টি একজন দক্ষ ও পরিশ্রমী কমিউনিস্ট নেতাকে হারালো।

আজ সকাল ১১টায় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক কমরেড ইসমাইল হোসেন-এর নেতৃত্বে প্রয়াত কমরেড সন্তোষ রায় চৌধুরীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ ও লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জানান হয়।