কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে সিপিবি’র শোক

Posted: 05 অক্টোবর, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৫ অক্টোবর ২০২৩ এক বিবৃতিতে দেশের স্বনামধন্য কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে বাংলা ভাষার একজন জনপ্রিয় আধুনিক কবিকে হারালো দেশ। দেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযোদ্ধাদের নিয়ে তাঁর রচিত কবিতা একটা প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়।

বিবৃতিতে আরও বলা হয়, আধুনিক দেশপ্রেমের কবিতার কবি হিসেবে তিনি বহুদিন বাঙালির হৃদয়ে জেগে থাকবেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও ভক্তকূলের প্রতি গভীর সমবেদনা জানাই।