বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৩ আগস্ট ২০২৩ এক বিবৃতিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও সিপিবি নেতা কমরেড অর্ণব সরকারের বাবা স্বনামধন্য শিক্ষক সুবোধ সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, সুবোধ সরকার আমাদের পার্টির একজন সুহৃদ ছিলেন এবং একনিষ্ঠ সর্মথক ছিলেন।
বিবৃতিতে বলা হয়, শ্যামগঞ্জবাসী স্বনামধন্য শিক্ষক সুবোধ চন্দ্র সরকার ছিলেন শিক্ষানুরাগী। তিনি ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাধুপাড়া উচ্চ বিদ্যালয়, সিনিয়র শিক্ষক শ্যামগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিনিয়র শিক্ষক মুকুল নিকেতন, ময়মনসিংহ ও খণ্ডকালীন শিক্ষক ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ঢাকা।
বিবৃতিতে নেতৃবৃন্দ তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত সুবোধ সরকারের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।