বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৭ আগস্ট ২০২৩ এক বিবৃতিতে খ্যাতিমান কবি, পার্টির সুহৃদ মোহাম্মদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, কবি মোহাম্মদ রফিক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিলেন সোচ্চার। চারিদিকে যখন লেজুড়বৃত্তি এবং সুবিধাবাদের প্রবল আধিক্য সেই সময়ে তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি হলো।
বিবৃতিতে বলা হয়, ষাটের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হন। এরপর মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের মাধ্যমে জাতিকে উদ্বুদ্ধ করার কাজ করেন।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে তার স্বৈরশাসক বিরোধী কবিতা, লেখনি তখনকার তরুণ প্রজন্মকে উজ্জীবিত করেছিলো। তাঁর এ বলিষ্ঠ উচ্চারণের জন্য সে সময় তাকে নির্যাতনের স্বীকার হতে হয়েছে।
বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ।