বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৫ জুলাই ২০২৩, এক বিবৃতিতে দেশের স্বনামধন্য কার্টুনিস্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, এম এ কুদ্দুস একজন নিবেদিতপ্রাণ, একনিষ্ঠ সাংবাদিক। তার মৃত্যুতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। বিবৃতিতে বলা হয় তিনি ছাত্রজীবন থেকে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমৃত্যু সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সক্রিয় ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে আমরা পার্টি পরিবার গভীর শোকাহত। বিবৃতিতে নেতৃবৃন্দ এম এ কুদ্দুসের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।