সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা সভাপতি এনামুল হক আর নেই

Posted: 20 এপ্রিল, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২০ এপ্রিল ২০২৩ এক বিবৃতিতে বলেছেন, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী জেলা কমিটির সভাপতি কমরেড এনামুল হক আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় রাজশাহীতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড এনামুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, আজীবন বিপ্লবী কমরেড এনামুলের মৃত্যুতে শ্রমিক-মেহনতি মানুষ তার প্রিয় বন্ধুকে হারাল। তার মৃত্যূতে পার্টির ও মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি হলো। দেশ ও মানুষের মুক্তির সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ প্রয়াত এনামুল হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কমরেড এনামুল হকের মরদেহ আগামীকাল ২১ এপ্রিল ২০২৩ সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাজশাহীর ভুবনমোহন পার্কে নেয়া হবে।