সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দুলাল কুণ্ডুর মৃত্যুতে শোক

Posted: 15 ফেব্রুয়ারী, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দুলাল কুণ্ডুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, কমরেড দুলাল কুণ্ডুর মৃত্যুতে পার্টি একজন নিবেদিত প্রাণ কমিউনিস্টকে হারালো। দেশ হারালো এক অকুতোভয় দেশ প্রেমিক মুক্তিযোদ্ধাকে। কমরেড দুলাল আমৃত্যূ মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তার জীবনকে নিবেদিত করে রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়।

বিবৃতিতে বলা হয়, সারাদেশের মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত কর্মীরা কমরেড দুলালের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজীবন।

নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে আমরা পার্টি পরিবার গভীর শোকাহত।

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত দুলাল কুণ্ডুর শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, কমরেড দুলাল কুণ্ডু আজ ১৫ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।