বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ১৮ জানুয়ারি ২০২৩, এক বিবৃতিতে, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া বাজারে সিপিবি’র বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান ও দোষীদের গ্রেফতার দাবি করেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দুঃশাসন হটানো, ব্যবস্থা বদলানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু এবং পাচারের টাকা ও খেলাপী ঋণ উদ্ধার সহ এর সাথে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ ও দোষীদের শাস্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দেশে সাম্রজ্যবাদী বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষিত চলমান বিক্ষোভ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮ জানুয়ারি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা শহরে এক শান্তিপূর্ণ পথসভায় ছাত্রলীগের দুর্বৃত্তরা হামলা চালায়।
হামলাকারীরা পথসভার ব্যানার ও মাইক কেড়ে নেয় ও পথসভায় উপস্থিত জেলা নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ শারীরিকভাবে লাঞ্চিত করে।
নেতৃবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে নেতৃবৃন্দ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণকারী এই কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।