আজ ১২ নভেম্বর সকালে বাহাদুর শাহ্
পার্কে বাংলাদেশ হকার্স ইউনিয়ন সূত্রাপুর থানার সম্মেলনে জননেতা কমরেড
মনজুরুল আহসান খানসহ নেতৃবৃন্দের ওপর পুলিশী হামলার প্রতিবাদে বিকেল ৪টায়
পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটি।
বিক্ষোভ
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশের স্বৈরাচারী মনোভাব আজ এমন জায়গায়
পৌঁছেছে যে হরহামেশাই তারা মানুষের সংবিধানিক অধিকার খর্ব করতে দ্বিধাবোধ
করছে না। নেতারা আরো বলেন, মানুষের বাকস্বাধীনতা, ট্রেড ইউনিয়ন বা সংগঠন
করার অধিকার ইত্যাদির বিরুদ্ধে যারা গুন্ডামি-মাস্তানি করছে তাদের পরিণতি
ভালো হবে না। মনজুরুল আহসান খানের মতো একজন বর্ষীয়ান নেতার গায়ে পুলিশের
ওসি হাত তুলতে পারে, শেখ হাসিনার শাসনে দেশ এই জায়গায় পৌঁছেছে।
সিপিবি
ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে এবং
সাইফুল সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয়
কমিটির সভাপতি কমরেড মো. শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ,
কেন্দ্রীয় নেতা কমরেড আবদুল্লাহ ক্বাফি রতন, সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির
সাধারণ সম্পাদক জলি তালুকদার, হকার্স ইউনিয়নের সভাপতি ও সিপিবি জাতীয় পরিষদ
সদস্য আব্দুল হাশিম কবির।
নেতৃবৃন্দ বাকস্বাধীনতা ও সংগঠিত হওয়ার
অধিকারের জন্য ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ থেকে জনগণের
প্রতি এবং অবিলম্বে হামলাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা
নেয়ার দাবি জানানো হয়।