বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক আজ এক যুক্ত বিবৃতিতে আজ ৯ সেপ্টেম্বর ২০২২ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় সিপিবি’র পূর্বঘোষিত জনসভা পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় পণ্ড ও বাম জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ডা. দিবালোক সিংহ সহ নেতাকর্মীদের ওপর আহত হওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারী সন্ত্রাসী ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান। নেতৃবৃন্দ সরকারের এধরনের স্বৈরাচারী আচরণ এর বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হয়।