‘দমন-পীড়ন, হামলা-মামলা, গুম-খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস’-এর প্রতিবাদে ঢাকায় বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদ জানিয়ে বলেছেন, দমন-পীড়ন, গুম খুন করে গদি রক্ষা করা যাবে না। আজ ৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট-এর সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ, (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আবুল আলী। সভা পরিচালনা করেন সিপিবি সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
সভায় বক্তারা বলেন, সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। জ্বালানি তেল, সার ও নিত্যপণ্যসহ যাতায়াত ভাড়া বৃদ্ধি, ঔষধসহ যাবতীয় পণ্যের মূল্যে বাড়িয়ে চলেছে। এর বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামলে পুলিশ, সরকারি দলের সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালাচ্ছে, গুলি করছে। এর মধ্য দিয়ে সারা দেশে ভয়ের রাজত্ব করে আবারও বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাইছে।
নেতৃৃবন্দ, সরকারের এ ধরণের আচরণের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ভারত সফরে বাংলাদেশের প্রাপ্তির থেকে শাসকরা আগামী দিনে ক্ষমতায় আসা ও ঐ দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার সুবিধা দিতে ব্যস্ত।
নেতৃবৃন্দ বলেন, হা-হুতাশ না করে মানুষকে তার নিজের স্বার্থে মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতে উদ্বোধনের সমালোচনা করে বলেন, অপ্রয়োজনীয় এবং সুন্দরবন ধ্বংসকারী এই প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।