দাম কমানোর আন্দোলনে সমর্থন দেওয়া ও হরতাল সফল করায় সিপিবি’র অভিনন্দন

Posted: 25 আগস্ট, 2022

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহনের ভাড়া কমানো ও বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের দাবি ও আন্দোলনের প্রতি দেশের ৯৫ ভাগ সাধারণ মানুষের সমর্থন ও আজকের হরতালে নৈতিকভাবে সমর্থন এবং সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

এ প্রসঙ্গে আজ ২৫ আগস্ট ২০২২ এক বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশের সাধারণ মানুষের সংকটের সময় বামপন্থিরা জনগণের পাশে থেকে লড়াই করছে। ভয়-ভীতি উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করছে। সংকটে জর্জরিত সাধারণ মানুষ বেঁচে থাকার সংগ্রামে থেকেও এবারের আন্দোলনের প্রতি অভূতপূর্ব সাড়া দিয়েছে, হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছেন।
 
নেতৃবৃন্দ এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত যার যার অবস্থান থেকে আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ দেশবাসীকে নীতিহীন ও শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক দলগুলোকে বর্জন করে নীতিনিষ্ঠ বামপন্থি শক্তির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।