জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম, পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে আজ ১৩ আগস্ট ২০২২ বিকেলে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ ঢাকা মহানগরের বাহাদুর শাহ পার্কে সমাবেশ শেষে বাংলাবাজারে সমাবেশের সময় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা বাধা দেয়, মাইকের তার ছিঁড়ে ফেলে। এই বাধা উপেক্ষা করে সমাবেশ অব্যাহত রাখে বাম জোটের নেতাকর্মীরা। পরবর্তীতে সদরঘাট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ঢাকার মোহাম্মদপুরেও বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এছাড়া আজ সকালে চট্টগ্রামে বোয়ালখালী থানার কানুনগোপাড়া কলেজে ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে ও সন্ধ্যায় নিউমার্কেট এলাকায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের প্রতিবাদ মিছিলে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক আজ এক বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
বিবৃতিতে সরকারি পেটোয়া বাহিনীর হামলা রুখে দাঁড়ানোর জন্য সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এসব দাবি আদায়ে আগামী ১৬ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ ও সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সফল করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত বামপন্থিদের সংগ্রাম চলবে। সাধারণ মানুষকে সাথে নিয়ে দুঃশাসন উচ্ছেদ, মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলবে।