‘দাম কমাও ও ভোটাধিকার দাও’ এই দাবিতে ২০ মে থেকে ০৩ জুন দেশব্যাপী দাবিপক্ষ

Posted: 15 মে, 2022

‘দাম কমাও ও ভোটাধিকার দাও’ এই দাবিতে আন্দোলনকে বেগবান করতে আগামী ২০ মে থেকে ০৩ জুন দেশব্যাপী দাবিপক্ষের কর্মসূচি নেয়া হয়। এ সময় সারাদেশে হাট-বাজার-গ্রাম-ইউনিয়ন-শহরে পথসভা, পদযাত্রা, সমাবেশ-বিক্ষোভ, ইউএনও, ডিসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে।