ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী কর্র্তৃক আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে বলেন, জায়নবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে যে অন্যায় দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তারই ধারাবাহিকতায় এবার হত্যার শিকার হলেন সাংবাদিক শিরিন আবু আকলেহ। শিরিন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের কন্ঠস্বর বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন। এই হত্যাকাণ্ডে বিশ্ববাসী স্তম্ভিত, মর্মাহত।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েলি দখলদারেরা ফিলিস্তিনে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চালিয়ে আসছে। ফিলিস্তিনি জনগোষ্ঠীকে তাদের আবাসস্থল থেকে উচ্ছেদ করে সাম্রাজ্যবাদী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে তাদের নিরংকুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এই কারণেই ফিলিস্তিনিরা শুধুমাত্র নিজের আবাসস্থলই হারাচ্ছে না, ধারাবাহিকভাবে তারা প্রাণ হারচ্ছে। মুখে মানবাধিকার, গণতন্ত্রের কথা বলে বিশ্বব্যাপী যারা দখলদারিত্ব কায়েম করছে, ফিলিস্তিনের মানুষের বেঁচে থাকার অধিকারটুকুও তারা হরণ করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে এই বর্বর দখলদারিত্ব ও অব্যাহত হত্যাযজ্ঞ বন্ধে জায়নবাদী ইসরায়েল ও তাদের মদদদাতা মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বের মুক্তিকামী মানুষকে সোচ্চার হতে আহ্বান জানান।