নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবি’র গাড়ি-দোকানের সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, ঈদের আগে শ্রমিকের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১৫-১৭ এপ্রিল, ২০২২ জেলা-উপজেলা-ইউনিয়নে গণঅবস্থান-বিক্ষোভ করবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে বলেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে কথার ফুলঝুরি ছড়িয়ে যাচ্ছে। অথচ আয় কমে যাওয়া মানুষ ঠিকমত তিন বেলা খেতে পারছে না। সরকার সাড়ে তিন কোটি দরিদ্র মানুষকে প্রয়োজনীয় খাবার দিতে ব্যর্থ হচ্ছে। সিন্ডিকেট ভাঙ্গতে কোনো ভূমিকা নিচ্ছে না। চাদাবাজি বন্ধ করতে পারছে না। বাজার নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তুলে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলছে না।
নেতৃবৃন্দ সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিবৃতিতে কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে ও মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম বন্ধ করতে ‘উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায়’ গড়ে তোলার দাবী জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবি’র গাড়ি-দোকানের সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, ঈদের আগে শ্রমিকের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের দাবিতে আগামী ১৫-১৭ এপ্রিল জেলা-উপজেলা-ইউনিয়নে গণঅবস্থান-বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
ঢাকার কর্মসূচি
উল্লেখতি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচিতে আগামী ১৬ এপ্রিল শনিবার সকাল ১১টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল ঢাকায় বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ-পদযাত্রা অনুষ্ঠিত হবে।