বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে পার্টির গাইবান্ধা জেলার প্রবীণ নেতা কমরেড আব্দুল লতিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা মাথায় নিয়ে কমরেড আব্দুল লতিফকে মৃত্যুবরণ করতে হলো। কিছুদিন আগে গাইবান্ধা জেলার গিদারি ইউনিয়নের নির্বাচনে কারচুপির প্রতিবাদ করায় কমরেড আব্দুল লতিফের নামে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মৃত্যুকালে তাঁর সে মামলা চলমান ছিল।
উল্লেখ্য, কমরেড আব্দুল লতিফ আজ ৫ এপ্রিল গাইবান্ধায় মৃত্যুবরণ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন বিপ্লবী কমরেড আব্দুল লতিফ আমৃত্যু মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে একজন অগ্রসর সৈনিক ছিলেন। শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে তাঁর এ অবদান স্মরণীয় হয়ে থাকবে।