১৫-১৭ এপ্রিল দেশব্যাপী গণঅবস্থান-বিক্ষোভ করবে সিপিবি

Posted: 03 এপ্রিল, 2022

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবি’র গাড়ি-দোকানের সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, ঈদের আগে শ্রমিকের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ১৫-১৭ এপ্রিল, ২০২২ জেলা উপজেলা-ইউনিয়নে গণঅবস্থান-বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে বলেন, অনেক মানুষ ‘আধাপেট’ খেয়ে দিন যাপন করলেও সরকারের মন্ত্রীরা মানুষকে উপহাস করে চলেছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙতে এবং বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে উল্লেখযোগ্য কোনো ভূমিকাই নিচ্ছেন না। এ অবস্থায় জনগণের গণসংগ্রাম অব্যাহত রেখেই দাবি আদায় করতে হবে। 

বিবৃতিতে নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবি’র গাড়ি-দোকানের সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, ঈদের আগে শ্রমিকের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের দাবিতে আগামী ১৫-১৭ এপ্রিল জেলা উপজেলা-ইউনিয়নে গণঅবস্থান-বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।