সিরাজগঞ্জ ও চট্টগ্রামে বামজোট ও সিপিবি’র পথসভা-মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি

Posted: 21 মার্চ, 2022

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত পথসভায় সিরাজগঞ্জে মমতা হলের সামনে পুলিশের বাধাদান, মাইক ও ব্যানার ছিনিয়ে নিয়ে নেতাকর্মীদের ওপর হামলা এবং চট্টগ্রামে জিইসি মোড়ে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

আজ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ব্যর্থ সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে সাধারণ মানুষের কণ্ঠ স্তদ্ধ করতে চাইছে। নেতৃবৃন্দ বলেন, হামলা করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। দেশবাসী আগমী ২৮ মার্চ দেশব্যাপী শান্তিপূর্ণ অর্ধদিবস হরতাল পালন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের বিরুদ্ধে রায় দেবে। 

বিবৃতিতে নেতৃবৃন্দ কোন উসকানীতে পা না দিয়ে ২৮ মার্চ হরতালের সমর্থনে প্রচার কাজ ও জনমত গঠন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।