সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।
নেতৃবৃন্দ এক যৌথ শোক বার্তায় বলেন, ৯০’র স্বৈরাচার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাঁর যে ভূমিকা তা জাতি অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ রাখবে। নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।