সিপিবি’র সারাদেশে চলমান দাবি সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকার হাজারিবাগে বিক্ষোভ সমাবেশে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের মানুষের জীবন যাত্রায় আজ যে অচলাবস্থা চলছে ক্ষমতাসীনদের লুটপাট তার জন্য দায়ী। তিনি বলেন, দেশের মানুষ আজ গণঅভ্যুত্থানের অপেক্ষায় দিন পার করছে। সরকারকে বিদায় করার আগে আগামী ২৮মার্চ-এর হরতাল হবে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে জনতার ‘হলুদ নোটিশ’।
কমরেড সেলিম বাম গণতান্ত্রিক জোটের ডাকে ২৮ মার্চ-এর হরতাল সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। কমরেড সেলিম আজ হাজারিবাগ, ঝিগাতলা, বাটা সিগন্যালে তিনটি পৃথক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পদাক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সাধারণ মানুষ শুধু কম খেয়েই বেঁচে নেই, দ্রব্যমূল্যে দিশেহারা হয়ে আহাজারি করছে। তিনি অনন্ত: ৩কোটি কম আয়ের মানুষকে তেল, চাল, চিনি, ডাল, আটাসহ প্রয়োজনীয় ৯টি পণ্য কম দামে সরবরাহের দাবী জানান।
তিনি তেল সহ নিত্যপণ্যের মূল্যে কমাতে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ, টিসিবির মাধ্যমে খাদ্যদ্রব্য আমদানি, সর্বত্র রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালু দাবি জানান।
তিনি খাদ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকারি নিয়ন্ত্রণে দক্ষ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থায় বিকল্প বাজার ব্যবস্থাপনা ছাড়া খাদ্র্য দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি উৎপাদন ও ক্রেতা সমবায় গড়ে তোলা এবং পরিবহনে চাদাবাজী বন্ধের দাবি জানান।
তিনি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও সাধারণ মানুষকে কমদামে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার দাবিতে আগামী ২৮ মার্চ দেশব্যাপি অর্ধ দিবস হরতাল পালনের আহ্বান জানান।
আজ ১১ মার্চ ঢাকা মহানগরির শ্যামপুর এলাকায় বিক্ষোভে যোগ দিয়ে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স।
এছাড়াও বিক্ষোভ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর শান্তিনগর বাজার, হাতিরপুল বাজার, সূত্রাপুর, মিরপুর,কাফরুল, হাজারিবাগসহ বিভিন্ন এলাকায় ‘দাম কমাও, জান বাঁচাও’ দাবিতে পদযাত্রা, পথসভা, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশগুলোতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাধারণ সম্পদাক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, লুনা নূর, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি শামছুজ্জামান হীরা, সম্পাদকমণ্ডলীর সদস্য সেকেন্দার হায়াৎ, ত্রিদিব সাহা, আক্তার হোসেন, সাইফুর ইসলাম সমির, সদস্য শংকর আচার্য্য, মনিষা মজুমদার, আবু তাহের বকুল, হযরত আলী, জাহিদ হোসেন খান, বিকাশ সাহা, মঞ্জুর মঈন, গোলাম রাব্বি খান, রিয়াজ উদ্দিন, ফিরোজ আলম মামুন, ফারহান হাবীব, জাহাঙ্গীর আলম নান্নু, বিল্লাল হোসেন প্রমুখ।