চুয়াডাঙ্গা সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমানের বাড়ি ভেঙ্গে দখল নেয়ার অপচেষ্টার তীব্র নিন্দা

Posted: 05 মার্চ, 2022

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে চুয়াডাঙ্গা সিপিবির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমানের বসতবাড়ি ভেঙ্গে দখল নেয়ার ঘটনার তীব্র নিন্দা জানায় এবং একইসাথে দখলদার সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার, বিচার এবং বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমানের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

গত ৩ মার্চ ২০২২ বেলা ১২টার দিকে দর্শনা যুবলীগ নেতা রফিকুল ইসলাম ববির নেতৃত্বে রাজনৈতিক ছত্রছায়ায় আব্দুল খালেক, আব্দুস সামাদ, শিমূলসহ প্রায় বিশ-পঁচিশ জনের সন্ত্রাসী দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমানের অনুপস্থিতিতে জোরপূর্বক তাঁর বাড়ির পশ্চিম পার্শ্বের প্রাচীরসহ ঘর ভেঙ্গে দখল করে নিয়েছে।

উল্লেখ্য, এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা (মামলা নম্বর-০৩/০৩/২০২২ইং, আইওএসআই জনাব মোহাম্মদ আলী বিশ্বাস) করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।