গণমানুষের শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে সিপিবির গভীর শোক

Posted: 24 জুলাই, 2021

গণমানুষের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ফকির আলমগীরের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বলেন, গণমানুষের শিল্পী ফকির আলমগীর এ দেশের গণসংগীত চর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গণসংগীতের উজ্জীবনী শক্তিতে মানুষকে উজ্জীবিত করেছেন। ৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে ফকির আলমগীর শামিল হয়েছেন তাঁর গান নিয়ে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিনি ছিলেন শিল্পী ও সংগঠক। শুধু শিল্পী হিসেবে নয়, একজন সংগঠক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। ষাটের দশকে তিনি ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি হিসেবে এ দেশের সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, প্রগতিশীল আন্দোলনের যোদ্ধা ফকির আলমগীর সিপিবির একজন শুভাকাক্সক্ষী হিসেবে বিভিন্ন সময়ে সিপিবির পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে প্রগতিশীল আন্দোলন একজন লড়াকু যোদ্ধাকে হারালো। দেশ হারালো একজন প্রতিভাবান শিল্পী ও সংগঠককে। তাঁর অবদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।